সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রথম নারী ডিসি পেল ফেনী

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১২ পিএম, ৭ জুলাই, ২০২৩
ফেনীর নতুন ডিসি শাহীনা আক্তার, ছবি: সংগৃহীত।

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) পেল ফেনী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব শাহীনা আক্তারকে এ জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


বৃহস্পতিবার (৬ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


২৭তম বিসিএসের (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শাহীনা আক্তারের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ২০১৮ সালের ৮ নভেম্বর কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি। এছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতেও কর্মরত ছিলেন।


এদিকে, ফেনীর বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি হচ্ছেন। ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন তিনি। ২৪তম বিসিএসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আবু সেলিম।


একুশে সংবাদ/জ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর