সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়া সেই নারীর মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৮ জুন, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেওয়া নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৮ জুন) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ৩৮ বছর বয়সি মোছা. শামছুন্নাহার (৩৮) দুই সন্তানের জননী।

 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

জানা গেছে, গত শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে শামছুন্নাহার ‘মাওনা রিদিশা গার্মেন্টসে’ কাজ শেষে বাসে করে ভালুকায় ফিরছিলেন। সিড স্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে গেলে এই সুযোগে চালক ও তার সহকারীরা মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে তিনি চলন্ত বাস থেকে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শামছুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

এরপর তার পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ চালক রাকিব হোসেন, সহকারি আরিফ হোসেন এবং আনন্দ দাশকে গ্রেপ্তার করা হয়।’

 

একুশে সংবাদ/স/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর