সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাড়ীর পথে ধান কাটা শ্রমিকেরা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২১ পিএম, ৩ জুন, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার শেষ বিকেলে ২৪ দিন কাজ শেষে ৩৪ জন ধান কাটা শ্রমিক বাড়ী ফিরে গেলেন। উধুনিয়া এলাকা থেকে এরা ধান কাটায় মজুরী বাবদ ধান ট্রাকে বোঝাই দিয়ে নিয়ে বাড়ীর পথে রওনা দেন। এদের সবার বাড়ী রাজশাহীর ছোটো বাঘা এলাকায়।

 

উপজেলার উধুনিয়া এলাকার সড়ক পথে চারটি ট্রাকে ধান বোঝাই দেওয়া বস্তায় উপর এরা বসে ছিলেন। প্রতিবেদককে দলের সর্দার বাবলু সরকার বলেন তারা ২৪ দিন আগে উধুনিয়া ইউনিয়ন এলাকায় ধান কাটা কাজে আসেন। তারা ৩৪ জন এসেছিলেন। গৃহস্থদের চাহিদায় চার থেকে ছয় জনের দল বেধে ধান কাটা কাজ করেছেন। এরা মজুরী বাবদ নগদ টাকা নয় নিয়েছেন ধান। মাঠ থেকে ধান কেটে বয়ে গৃহস্থের উঠোন আঙ্গিনায় বয়ে এনে মাড়াইশেষে এক মণ ধানে সাত কেজি নিয়েছেন। এরা একেকজন সোয়া বারো থেকে সাড়ে বারো মণ ধান পেয়েছেন। তাদের কথায় ধানের এখনকার বাজার দামে মজুরী বাবদ কম টাকা পড়েছে।

 

একুশে সংবাদ.কম/সা.হ.সা/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর