সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লালপুরে ৫ দফা দাবিতে নার্সদের মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৮ পিএম, ৩১ মে, ২০২৩

নাটোরের লালপুরে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের সিদ্ধান্ত বাতিল, নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন নার্সরা।

 

বুধবার (৩১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) লালপুর শাখার আয়োজনে একর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে এইচএসসি পাশের পর তিন বছর ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এছাড়া নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালুসহ প্রথম শ্রেণীর পদ গুলোতে শূন্য পদের নিয়োগ ব্যবস্থা করতে হবে।

 

সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা, চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল, ইন্টার্নশিপ ভাতা প্রদানসহ বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ইন্টারশীপ ভাতা ২০হাজার টাকা উন্নীত করতে হবে।

 

এবং নীতিমালা অনুসরণ না করে যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করে দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অনতিবিলম্বে এসব দাবি মানা না হলে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন নার্স নেতারা।

 

মানববন্ধনে বিএনএ লালপুর উপজেলা শাখার সভাপতি ও নার্সিং সুপারভাইজার ফাতেমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সিনিয়র স্টাফ নার্স ওয়াজেদা আক্তার, মুন্নি খাতুন প্রমূখ।

 

একুশে সংবাদ.কম/এ.ই/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর