সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নানিয়ারচরে ম্যালেরিয়া নির্মূলে কীটনাশক যুক্ত মশারী বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৮ মে, ২০২৩

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংস্থা ব্র্যাক এনজিও এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আলোকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে মালেরিয়া নির্মূল করার লক্ষ্যে  কীটনাশকে চুবানো মশারী (LLIN /ITN)  বিতরণ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (২৮মে) নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত ম্যালেরিয়া দীর্ঘস্থায়ী নির্মূলের লক্ষো কীটনাশক যুক্ত মশারী বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুকতার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নুয়েন খীসা, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা সুজন হাওলাদার, ব্র্যাক এনজিও নানিয়ারচর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার জেপেলিন চাকমা, নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অপরদিক কাউখালী, কাপ্তাই সহ কয়েকটি উপজেলাতে স্থানীয় এলাকাবাসীদের মাঝে ম্যালেরিয়া নির্মূলের জন্য কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/নি.চা/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর