সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোরেলগঞ্জে পাচারের ২২ বস্তা চাল আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ মে, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে পাচারকালে ২২ বস্তা চাল আটক করে স্থানীয় জনতা। শুক্রবার (২৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

 

জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওএমএস ডিলার মোঃ আব্দুল জলিল তালুকদারের পুত্র সাবেক মেম্বার  সোহাগ তালুকদার তার নিজ বাড়ি থেকে মিজানুর রহমান দুলালের ট্রলার যোগে জিউধরার আলীর বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়  পথিমধ্যে ঠাকুরনতলা নামক স্থানে সাবেক মেম্বর ইলিয়াস হোসেন ও স্থানীয় জনতা ২২ বস্তা (১১০০) কেজি চালসহ ট্রলারটি  আটক করে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার আটককৃত ২২ বস্তা চাল স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বর মোঃ হারুনের কাছে তাৎক্ষণিকভাবে জমা রাখার নির্দেশ দেন। স্থানীয় মেম্বর হারুন  উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে  তা স্থানীয় মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রেখে তালাবদ্ধ করেছেন বলে জানান।

 

শনিবার (২৭ মে) সকালে উপজেলা  নির্বাহী অফিসার  ঘটনাস্থলে  গিয়ে তদন্ত  শেষে প্রাথমিকভাবে  আটককৃত ওই চাল ওএমএসএ‍‍`র বলে সত্যতা পেয়েছেন  বলে জানান।  রবিবার  (২৮ মে) জেলা খাদ্য  কর্মকর্তার উপস্থিতিতে অধিকতর  তদন্ত  শেষে ব্যবস্থা  নেয়া হবে বলেও তিনি জানান।

 

এ ব্যাপারে সাবেক মেম্বার সোহাগ তালুকদার বলেন, আমার বাড়িতে খাবারের জন্য চাল ক্রয় করে ছিলাম। চালে পোকা ধরার কারণে বিক্রির উদ্দেশ্যে ট্রলারযোগে বাজারে নিয়ে যাচ্ছিলাম।

 

একুশে সংবাদ.কম/ফা.হো/বিএস

সারাবাংলা বিভাগের আরো খবর