সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহের লক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ মে, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহ-২০২৩ এর আওতায় কৃষক নির্বাচনের লক্ষে  উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  রাফিউল আলমের  সভাপতিত্বে ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়।

 

লটারি অনুষ্ঠানে মন প্রতি ১০৫০ টাকা দরে ৭৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করার  লক্ষে  উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ১০৯৬ জন্য কৃষক নির্বাচিত করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  মোঃ  গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুলাকীপুর  ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন।

 

ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট এলএসডি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুল হক, ডুগডুগি এলএসডি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গাফফার প্রধান, কৃষকসহ  উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এসএপি
 

সারাবাংলা বিভাগের আরো খবর