সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলীকদম সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২২ পিএম, ৯ মে, ২০২৩

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কতৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে আব্যাহত রাখার লক্ষে আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবারের বিলসহ মোট ২ লাখ ২৭ হাজার ৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

 

মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান।

 

এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান চলমান আছে ও ভবিষ্যতে ও থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য যে, আলীকদম সেনা জোন (৩১ বীর) কতৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

 

একুশে সংবাদ/এমএস.হ.প্রতি/এসএপি
 

সারাবাংলা বিভাগের আরো খবর