সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঋণের টাকা পরিশোধে ব্যার্থ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৩

মাদারীপুরের ডাসারে নিরাঞ্জন নিরা (৫৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠছে।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নিরাঞ্জন (নিরা) বেশ কয়েক বছর ধরে দর্শনা বাজারে কাঁচামালের ব্যবসা করে আসছিল। তার ব্যবসা মন্দা হওয়ার কারনে অনেকের কাছে ঋনে জড়িয়ে পরেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায়, ভোরে বাড়ীর পাশে ভোলার ভিটা নামক স্থানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ভিটার পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা মাজেদ গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখেন। পরে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।

 

নিহতের ভাতিজা বিনয় বিশ্বাস কাছে ঋণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার চাচার কোন ঋণ আছে কি না আমার জানা নেই। তিনি এ বিষয়ে আমাদের কে কিছু বলেন নি।

 

এ বিষয়ে ডাসার ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপুন কর বলেন, নিরঞ্জন নিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ঋণগ্রস্ত ছিলেন।

 

এ ব্যাপারে ডাসার থানার (তদন্ত ওসি) মনজুর মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ন.হা.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর