সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় আউশ ধান ও পাট বীজ বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (২৭ মার্চ) উপজেলা কৃষি বিভাগ থেকে ৯ শ ৭০ জন কৃষকের মাঝে আউশ ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এসব বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।

 

কৃষি অফিস থেকে জানানো হয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫’শ জন কৃষকের মাঝে এক কেজি করে বীজ আউশ ধান , ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৪’শ ৭০ জন কৃষকের প্রতিজনকে বিনা মূল্যে এক কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর