সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৯ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যে স্থিতিশীলতা বজায়, সরবরাহ পর্যাপ্ত রাখার লক্ষ্য এবং নিরাপদ খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধ বিষয়ক এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে রোববার (১৯ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রীর উদ্দোগে চেম্বার ভবনে চেম্বারের  সিনিয়র সহ সভাপতি মোঃ মসিউল করিম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, আদর্শ ভান্ডার স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোঃ রেজাউল করিম, একরামৃল হক, মোঃ বাহারাম আলী প্রমুখ।

 

সভায়, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল খাবার পরিহার এবং নিরাপদ খাদ্য বিক্রির ব্যাপারে সকল ব্যবসায়ীরা একমত পোষন করেন।

 

এছাড়াও ভেজাল, বাসী-পচা খাবার কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত আইনগত ও জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর