সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রেস্টুরেন্টে, নিহত ১

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ড্রাম-ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্ট ঢুকে পড়ে। এসময় গাড়ির ধাক্কায় মোঃ ওসমান গণি (১৫) নামের একজন নিহত হয়। মোঃ ইসমাইল (২৫) নামের এক বার্বুচি গুরুতর আহত হয়েছেন।

 

নিহত মোহাম্মদ ওসমান গনি উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গয়ালমারা-পূর্ব কাটুলীপাড়ার নূর মোহাম্মদের ছেলে।

 

রোববার (২৬ ফেব্রুয়ঋ) সকাল সাড়ে ৭টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং ষ্টেশনস্হ ইছাছড়ি হোটেল নিউ হাইওয়ে রেষ্টুরেন্ট এন্ড বিরাণী হাউজ নামক দোকানে এ দুর্ঘটনা ঘটে।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইন্সপেক্টর (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম-ট্রাক গাড়ী (চট্ট মেট্রো শ-১১-৩৭৪৬) উত্তর হারবাং এর হোটেল নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউজ নামের দোকানের দেয়াল ভেঙ্গে ঢুকে পড়ে।

 

গাড়ীটির ধাক্কায় হোটেল বয় ওসমান গণি ও বার্বুচি ইসমাইল নামের দুইজন লোক গুরুতর আহত হয়। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা দিচ্ছেন।দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করি। এই দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ.কম/শা.হ.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর