সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাশিয়ানীতে ৫৯৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ ট্রাক ছিনতাই

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ ট্রাক ছিনতাই হয়েছে। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

 

বুধবার (১ ফেব্রুয়ারী) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে এই ট্রাকটি ছিনতাই হয়।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে তারা কাজ করছেন বলে জানান।

 

গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী মুঠোফেনে জানিয়েছেন, বুধবার (ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

 

মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ী পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

 

তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে।

 

উল্লেখ্য, বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে ২০০টাকা বৃদ্ধি পেয়েছে।

একুশে সংবাদ.কম/মু.ম.হ.প্রতি/বি.এস

সারাবাংলা বিভাগের আরো খবর