সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্ ও নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত জেলার বাসা-বাড়ী,স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেবী সরস্বতির আরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠানিকতা।

 

এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলী।

 

এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলী দিয়ে নিয়েছে হাতে-খড়ি।

 

পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

এছাড়া পূঁজা উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজে মতুয়া রক্তদান সংসদের পক্ষে থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণনের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ.কম/ম.হ.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর