সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নওগাঁয় জামাতের ৬ নেতা-কর্মী কারাগারে

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩

নাশকতার মামলায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করতে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ বি এম গোলাম রসুল।

 

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম, জেলা কমিটির সদস্য শফি উদ্দিন আহমেদ, নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন জামাতের আমীর মোসলেম উদ্দিন, সেক্রেটারি ফিরোজ আল মুজাহিদ, কর্ম পরিষদ সদস্য আবুল কাশেম ও রসুলপুর ইউনিয়ন জামাতের কর্ম পরিষদ সদস্য আসলামুল হক।

 

আদালত সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার ধানসুরা এলাকায় অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশ।

 

ওই ঘটনায় স্থানীয় জামাতের ছয় নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গতকাল দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুলের আদালতে উপস্থিত হয়ে এজহারভুক্ত ছয় আসামি জামিনের জন্য আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন।

 

একুশে সংবাদ/আ.শা.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর