সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইয়াবাসহ শাহজালালে সৌদি প্রবাসী আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৭ জানুয়ারি, ২০২৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ মো. রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৫ হাজার ৪০০ পিস উদ্ধার রা হয়।

 

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করেন মো. রুবেল। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএন সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার লাগেজ চেক করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

 

জিয়াউল হক জানান, সৌদি প্রবাসী রুবেল মূলত একজন টিকটকার। সেই সুবাদে আব্দুল্লাহ আল মামুন নামে এক সৌদি প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহনের জন্য রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই লোভে অভিযুক্ত রুবেল ইয়াবাগুলো নিয়ে সৌদি আরবে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ.কম/আট.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর