সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২২

আজ কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা। রাত নয়টায় আর্জেন্টিনা ও ফ্রান্স এ ফাইনাল খেলায় মুখোমুখি হবে। ফাইনালের এ উত্তেজনা সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকবৃন্দ।

 

রোববার উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকবৃন্দের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্ত্বরে এ ভূরিভোজের আয়োজন করা হয়।

 

এ ভূরিভোজ আয়োজন উপলক্ষে সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্ত্বরে জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

 

এছাড়া আজ গোপালগঞ্জ শহরের বটতলা, পোস্ট অফিস মোড় পাচুড়িয়া, বেদগ্রামসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনসহ নানান আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/ম.ম.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর