সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টুঙ্গিপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সমৃদ্ধি কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় কুশলী ইউনিয়ন পরিষদে দিনব্যাপি এ  চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এ চক্ষু ক্যাম্পে ২২৭ জন ছানি পড়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ সময় কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, রিক কেন্দ্রিয় কাযালয়ের সিনিয়র ম্যানেজার সুজিৎ কুমার বালা, খুলনা জোনের ম্যানেজার এমদাদুল হক, গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার দেলোযার হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্ময়কারী সৈয়দ ওয়াহিজির রহমান সহ অন্যন্নরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/বা.স.প্র/জাহাঙ্গীর

 

 

সারাবাংলা বিভাগের আরো খবর