সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দুয়ায় বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৩ নভেম্বর, ২০২২

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশের জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে ৯ নং নওপাড়া ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উক্ত উঠান বৈঠকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন বলেন, সাবাই মিলে এক সাথে কাজ করলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন সম্ভব।

 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, কেন্দুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ নওপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

 

একুশে সংবাদ/ আ.গো.প্রতি/ রখ

সারাবাংলা বিভাগের আরো খবর