সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাহালুতে কমছে তেলের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৬ অক্টোবর, ২০২২

বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য  নির্দ্ধারন করা হলেও বগুড়ার কাহালু বাজার সহ বিভিন্ন হাট বাজারে  এর প্রভাব এখনো পড়েনি। আগের দামে দোকানিরা সয়াবিন তেল বিক্রি করছেন।

 

গত মঙ্গলবার বাণিজ্য মন্ৰণালয় ১লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৭৮ টাকা ৫ লিটার ৮৮০ টাকা পূন নির্দ্ধারন করে দেন।

 

বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সরকারের নির্দেশ অমান্য করে  বিক্রেতারা ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা ৫ লিটার ৯৫০ টাকা বিক্রি করছেন। এতে সরকারের বেঁধে দেয়া দামে ভোক্তারা সয়াবিন তেল কিনতে পারছেন না।

 

বাজার মনিটরিং না থাকায় ভোক্তাদের পকেট কাটছে  ব্যবসায়ীরা এমন অভিযোগ অনেক ক্রেতার।  এদিকে ব্যবসায়ীরা জানান, আমরা ডিলারদের কাছ থেকে সরকারি মূল্যে সয়াবিন তেল কিনতে পারছিনা।  তাই আগের দামে  বিক্রি করছি।

 

একুশে সংবাদ.কম/ল.খ.জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর