সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি ও জামাতের মদদে সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কলেজ ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কলেজ চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। 

 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখোনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, রাজু খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম খান শাহানেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু, সদর উপজেলা ছাত্রলীগ আহবায়ক রকিবুল ইসলাম রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক খান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের ও বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সহস্রাধীক নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা সম্প্রতি সারা দেশে বিএনপি ও জামাত সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে অভিযোগ করে এর তিব্র প্রতিবাদ জানান। তারা বলেন, এ দেশে যদি কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।

 

একুশে সংবাদ/মু.মো.হু/এসএপি/

সারাবাংলা বিভাগের আরো খবর