সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কিশোরগঞ্জে বিএনপি-আ.লীগ-পুলিশ সংঘর্ষ, আহত ২ শতাধিক

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৭ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ২ শতাধিক আহত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে সেটি পাকুন্দিয়া বাজারেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, ‌‘বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।’

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমিসহ দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এখনও সংঘর্ষ চলছে।’

এ বিষয়ে পাকুন্দিয়া থানা পুলিশের সঙ্গে মোবাইলফোনে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। 

এর আগে, নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।

একুশে.সংবাদ/এসএ/

সারাবাংলা বিভাগের আরো খবর