সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় তেল পাম্পে অভিযান,অর্থদণ্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৭ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিভিন্ন তেল পাম্পে অভিযান চালিয়ে তেল পরিমাপে কম দেওয়াসহ নানা অভিযোগে ২ টি তেল পাম্প মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৭ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অর্থ দণ্ড প্রদান করেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলার বিভিন্ন তেল পাম্পে অভিযান পরিচালিত হয়। দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়, তবে আমদানিকারকের ট্যাগ ও মুল্যবিহীন মবিল অর্থাৎ মবিলের কৌটায় আমদানিকারকের স্টিকার ও মুল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা, এবং লোকনাথপুরে মেসার্স কে এম ফিলিং স্টেশনে তেলের পরিমাপে কম পাওয়ায় একই আইনের ৪৮ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

 

 

 

একুশে সংবাদ/হা.নি/এস.আই
 

সারাবাংলা বিভাগের আরো খবর