সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চসিক কাউন্সিলরের ছেলে গ্রেফতার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ৩ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

স্ত্রী রেহেনুমা ফেরদৌসের বাবা তারেকের দায়ের করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) রাতে আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

রোববার (৩ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টায় কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ রয়েছে। নওশাদুল আমিন ও রেহেনুমা ফেরদৌসের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে ছেলের পরিবারের দাবি ছিল এটি আত্মহত্যা।

ওই দিন দুপুরে রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় জিজ্ঞাসাবাদের জন্য নওশাদুল আমিনকে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা তারেক পাহাড়তলী থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলায় নওশাদুল আমিন ও তার মাকে আসামি করা হয়েছে। সেই মামলায় নওশাদুল আমিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

 

 

একুশে সংবাদ/রা.শ/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর