সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নবীজীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৪ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু'জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল,কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহনকারী সলিমউদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রূপগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরতমুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীরসকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

বক্তারা আরও বলেন, ‘ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রণোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল(সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

 

 

 

একুশে সংবাদ/শা.রি/এস.আই

 

সারাবাংলা বিভাগের আরো খবর