সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিলেট জেলায় পানি কমেছে বেড়েছে নগরে

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৯ মে, ২০২২

 

সিলেট জেলায় বন্যার পানি সামান্য কমলেও মহানগরে দশমিক এক সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

 

বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিলেটের কোথাও কোথাও বন্যার পানি কমেছে আবার কোথাও কোথাও বেড়েছে।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটের প্রধান নদী সুরমা কানাইঘাট (সিলেট) পয়েন্টে দশমিক ১৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে এখনও বিপদসীমার ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার পানির পরিমাণ ১১ দশমিক ২৬ সেন্টিমিটার ছিলো। তাছাড়া কুশিয়ারা নদীর পানি অমলসিদ (সিলেটের জকিগঞ্জ) পয়েন্টে দশমিক ২ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার ১৭ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এ অবস্থায় সিলেট জেলা ও মহানগর এলাকায় পানিবন্দী ১৫ লাখ মানুষের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ বিশুদ্ধ খাবার পানি, খাবার ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

 

একুশে সংবসদ.কম/জ.ঢ.জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর