সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে মেধাবী মাহমুদা মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৭ মে, ২০২২
ছবি: একুশে সংবাদ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার  ৪ নং ইউনিয়নের  চকবামুনিয়া গ্রামের নজরুল ইসলাম ও হাসিনা বেগমের মেয়ে   মেধাবী ছাত্রী মাহমুদা খাতুন তাহমিনা  ২০২২ সালের ডেন্টাল ভর্তি পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে চান্স পেয়েছে। অর্থের অভাব হওয়ায়  তার ভর্তি অনিশ্চিত। ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এস এস সি  পরীক্ষায় জিপিএ-৫ এবং  ঘোড়াঘাট সরকারি কলেজে থেকে এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে । 

মাহমুদা খাতুন তাহমিনা বলেন, আমার বাবা সামান্য গ্রাম্য সমিতির কর্মচারী, তার পক্ষে আমার লেখা পড়ার খরচ বহন করা সম্ভব নয়।আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে চায়।রংপুর   ডেন্টাল মেডিকেলে   লেখা পড়ার খরচ বহন করার জন্য  দিনাজপুর -৬  আসনের মাননীয়  সংসদ সদস্য শিবলী সাদিক  এবং সস্মানীত  ঘোড়াঘাট উপজেলা  চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশার কাছে আর্থিক সহযোগিতা চান  মেধাবী  ছাত্রী তাহমিনা। 

একুশে সংবাদ//ম.ম//র.ন

সারাবাংলা বিভাগের আরো খবর