সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোরেলগঞ্জে রঙিন ঘর পেল ২০৬ গৃহহীন পরিবার

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রঙিন ঘর উপহার পেল বাগেরহাটের  ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় মোরেলগঞ্জ  উপজেলায় ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে  স্থানীয়ভাবে এসব গৃহ ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম । এসময়  সেখানে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ- ই- আলম বাচ্চু,  সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  মোরেলগঞ্জ  থানা অফিসার ইনচার্জ   মোঃ সাইদুর রহমান , জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লীনা,  উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান টিএম রিপন, স্থানীয় সংবাদকর্মী, সুফলভোগীরা সহ সুধীজনেরা।

 

একুশে সংবাদ /এসএম

সারাবাংলা বিভাগের আরো খবর