সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে নিঃস্ব ১৮ পরিবার

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

চট্টগ্রাম  প্রতিনিধি: জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় নুরুল করিম একুশে সংবাদ ডটকমকে জানান, রাত তিনটার দিকে জেলে পাড়ায় আগুন লাগে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮টি ঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল, টাকা পয়সা, জেলেদের জাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা।


কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ একুশে সংবাদকে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


একুশে সংবাদ/রাজিব শর্মা/এইচআই/

সারাবাংলা বিভাগের আরো খবর