সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুরের রেলওয়ে স্টেশন দুটি বগি লাইনচ্যুত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২০ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

শ্রীপুর প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের দুটি কম্পার্টমেন্টের (বগি) চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় কাওরাইদ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

 

কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ওই সময় রেললাইনের মেইন লাইন তথা ২ নম্বর লাইনে মেরামতের কাজ চলছিল। রেলওয়ে প্রকৌশল বিভাগের তত্তাবধানে চলতে থাকা মেরামত কাজের আগে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়নি। 

 

এদিকে ২ নাম্বার লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস প্রবেশের সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি কাওরাইদ  রেলস্টেশন এলাকায় প্রবেশ করলে ট্রেনের দুটি কম্পার্টমেন্টের (বগি) চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য প্রকৌশল বিভাগ কে অবহিত করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে স্টেশন এলাকার ২ নম্বর লাইনে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেলস্টেশনের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এ বিষয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের মেরামত কাজে নিয়োাজিত কাওরাইদ এলাকার গ্যাং মিস্ত্রী মোসলেম উদ্দিন বাবু জানান, রেলস্টেশন কর্তৃপক্ষকে মেরামত কাজের আগেই জানানো হয়েছিল।

 


একুশে সংবাদ/টি.আই সানি/এইচ আই.

সারাবাংলা বিভাগের আরো খবর