সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে আবদুল হামিদ হত্যা মামলার রহস্য উম্মেচন,গ্রেফতার-১

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৬ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অবশেষে হামিদ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত শনিবার (১৫ জানুয়ারী) রাতে ঘোড়াঘাট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এ মামলায় রাতেই থানা পুলিশ আব্দুল হামিদের জামাতা ১ নং আসামী হায়দার নগর গ্রামের মৃত তছির ইসলামের পুত্র হাজিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে।

 

গত ৩ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ একই দিনে সন্ধ্যায় আব্দুল হামিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করেন।

 

এ ঘটনায় ৬ ডিসেম্বর সোমবার আব্দুল হামিদের ছোট ভাই আব্দুর রহিম বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেন। বাদী তার এহাজারে আব্দুল হামিদের স্ত্রী জাহানারা বেগম(৫০), পুত্র সাদ্দাম হোসেন(৩৫), কন্যা কেয়া বেগম, জামাতা হাজিরুল ইসলাম, শ্যালিকা ফাতেমা বেগম(৪৫) ও পুত্রবধু আয়েশা বেগম কে অভিযুক্ত করে একটি এজাহার দাখিল করেছিলেন।

 

একুশে সংবাদ/ মনোরঞ্জন/এইচ আই

সারাবাংলা বিভাগের আরো খবর