সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়। পৌর শহরের তিনটি ওয়ার্ডের ১০০ জন অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মধ্য দিয়ে এ বছর এ উদ্যোগের সূচনা করে সংগঠনটি।

 

শনিবার (১৫ জানুয়ারি) সকালে শহীদ মুহম্মদ আলী স্টেডিয়ামে জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিকড়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। তাদের মতো সমাজের সচ্ছল ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা (সদর) শাহরিয়ার রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন শিকড়ের সভাপতি আউয়াল আহমদ, সাধারণ সম্পাদক শফিউর রহমানসহ সংগঠন ও স্কাউটের সদস্যরা।


শিকড় সভাপতি আউয়াল আহমদ বলেন, শীতের তীব্রতা বেড়েছে। শীতার্ত বৃদ্ধ ও শিশুরা এর প্রভাবে কষ্ট পাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে শিকড়। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ব্যক্তি উদ্যোগে এ কাজটি করছি। আগামীকাল থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্তদের দ্বারে দ্বারে যাবেন আমাদের সদস্যরা।

 

একুশে সংবাদ/লিমন/এইচ আই/

সারাবাংলা বিভাগের আরো খবর