সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সড়কে মাটি: ভোগান্তিতে যানচালক ও পথচারীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

শ্রীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা- গণস্বাস্থ্য সংযোগ সড়কের পাশের জমিতে মাটি ভরাটের কাজ চলছে। মাটি বোঝাই ডাম্পারের চলাচলে জৈনা টু শ্রীপুর সড়কে মাটি পরে কাদা হয়ে চলাচলে ভোগান্তিতে যানচালক ও পথচারীরা। ডাম্পারে করে মাটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় বা অন্য জায়গা থেকে আনার সময় গাড়ি থেকে রাস্তা উপরে মাটি পড়ছে। বৃষ্টিতে সড়কে পরে থাকা মাটি গলে পিচ্ছিল হয়ে গিয়ে দুর্ঘটনার কারন হয়ে দাড়িয়েছে। চলাচলে গাড়ির চাকা পিছলে ইতিমধ্যেই ঘটে গিয়েছে কয়েকটি দুর্ঘটনা।

 

পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে বাইক উল্টে দুর্ঘটনাও ঘটছে । চলাচলে পথচারিদের অভিযোগ রাস্তায় পরে থাকা মাটি বৃষ্টিতে পিচ্ছিল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই দুর্ঘটনা ঘটছে। অথচ এ সব বন্ধ করতে কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থা আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এরাকাবাসি ও চলাচলকারি মানুষ।


একুশে সংবাদ/সানি/এইচ আই/


 

সারাবাংলা বিভাগের আরো খবর