সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্যারালাইসিস অবস্থায় থেকেও ভ্যানে এসে ভোট দেন জোনাব আলী

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

মইনুল হক মৃধা : রাজবাড়ীর পাংশা উপজেলার পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের ভ্যানে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী বাবা জোনাব আলী মন্ডল। বয়সের ভারে ও ৪বছর যাবৎ প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে থাকেন তিনি।এমনকি চলাফেরায় অনেকটাই অক্ষম তিনি। ভোট দিতে হবে সেজন্য ছেলের ভ্যানে চড়ে আসছেন কেন্দ্রে। ভোট দিতে পেরে আনন্দিত এই বৃদ্ধ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে পাংশার কলিমহর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে তত্বিপাড়া মাদ্রাসায় এই দৃশ্য দেখা যায়। জোনাব আলী মন্ডল (৯৫) নাসনা এলাকার বাসিন্দা।

জোনাব আলী মন্ডল বলেন, ‘ভোট দিতে পারবো কি-না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সকাল থেকে ভোটকেন্দ্রের অবস্থা স্বাভাবিক শুনে ছেলেকে বললাম, আমাকে ভোট কেন্দ্রে নিয়ে যাও।’

তিনি আরও বলেন, ‘জীবনে অনেকবার ভোট দিয়েছি। জীবনের শেষপর্যায়ে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। খুব ভালো লাগছে।’

উল্লেখ্য, পঞ্চম ধাপের পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।এই নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৯ জন অংশগ্রহণ করবেন। এছাড়াও নির্বাচনে মোট ১ লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৪১ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

একুশে সংবাদ/রাফি

সারাবাংলা বিভাগের আরো খবর