সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় গম চাষীদের বৈঠক 

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

কোটালীপাড়া প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গম চাষীদের নিয়ে আগম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের নির্দেশনায় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডের উদ্দ্যোগে উপ সহকারী কৃষি অফিসার মনি হাল ও স্বপন মহালদারের সহযোগীতায় আজ কোটালীপাড়ার বান্ধাবাড়ী ও কুশলা ইউনিয়নের যথাক্রমে হরিনাহাটি ও চৌরখুলি গ্রামে পৃথক পৃথক ভাবে গমের প্রধান প্রধান রোগ নিয়ন্ত্রনের ব্যাপরে  গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার  জনাব কৃত্তিবাস পান্ডে। আলোচনা শেষে আগত চাষীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

একুশে সংবাদ/সু/ হাফিজ.

সারাবাংলা বিভাগের আরো খবর