সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরের তেলিহাটী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে কাছিটান, ফুটবল, টায়ার টান, কলসী ভাঙ্গা, বেলুন ফোটানো ও লাঠি খেলাসহ দেশীয় বিভিন্ন ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়।


“আনন্দ আয়োজন-২০২১” নামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল খেলা। ৩০ থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ ও এ খেলায় অংশগ্রহণ করেন। চিত্তাকর্ষক এ খেলায় সবুজ ও লাল দলের ব্যানারে ২২ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। খেলায়াড়দের অনেকেই ব্যাক্তিগত জীবনে সরকারের উপ-সচিব, শিক্ষক, বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রাক্তন শিক্ষার্থী। 


ফুটবল খেলায় সবুজ দল ৩-০ গোলে বিজয়ী হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন উপ-সচিব দেলোয়ার হোসেন। বিজয়ী দলকে ট্রফি, সকল খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন সরকারের উপ-সচিব দেলোয়ার হোসেন।


তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন মাস্টার, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এ কে এম মোকছেদুর রহমান, বিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি আমিনুল হক সরকার, তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক, তেলিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ।

একুশে সংবাদ/আল-আমিন
 

সারাবাংলা বিভাগের আরো খবর