সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গা আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৭ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর মধ্যে রয়েছে রোহিঙ্গা দালাল ভাসানচর ৬৩নং ক্লাস্টারের মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮), নূর মোহাম্মদের ছেলে রজু মল্ল্যাহ (২০) মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০), ৫১নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যা (১৯) ও ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানাযায়  আটকদের মধ্যে দালালসহ নয় পুরুষ, ছয় নারী ও আট শিশু রয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ ক্যাম্পের বিভিন্ন স্থানে এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযান চালিয়ে পাঁচ দালাল ও ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়।   

 
একুশে সংবাদ/ হা.
 

সারাবাংলা বিভাগের আরো খবর