সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারী করনের দাবি কুড়িগ্রামে কলেজের বেসরকারী কর্মচারীদের মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৪ অক্টোবর, ২০২১

সরকারী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে এ মানব বন্ধনে সরকারী কলেজের বেসরকারী কর্মচারীরা অংশ।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোধ একরামুল হক, সাধারণ সম্পাদক সাধনকুমার মন্ডলসহ অন্যান্যরা।

এসময় বেসরকারি কর্মচারীদের চাকুরী নিয়মিত ও রাজস্বখাতে স্থানান্তরের পাশাপাশি চাকুরী নিয়মিত করনের পুর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানান তারা।

মানব বন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কলেজে বেসরকারী কর্মচারী হিসেবে কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসলেও এখন পর্যন্ত আমাদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করা হয়নি। এ অবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। দ্রæত চাকুরী সরকারী করনসহ চাকুরীতে যোগদানের সময় থেকে সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানান তারা।

একুশে সংবাদ /এসএ/এএমটি
 

সারাবাংলা বিভাগের আরো খবর