সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালিয়ায় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৩ অক্টোবর, ২০২১

ফেসবুকে ধর্মীয় উসকানি ও গুজব ছড়ানোর অভিযোগে শোভন কুমার দাস (২৭) নামে একজনকে আটক করেছে। শুক্রবার বিকেলে তাকে যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃত শোভন কুমার দাস নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে। র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মো. নাজিউর রহমান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শোভন তার ফেসবুক আইডি থেকে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করে। পোস্টে সাম্প্রতিক সময়ে হিন্দু নারীদের ধর্ষণ, পুরোহিত হত্যাসহ বিভিন্ন গুজব ছড়ানো হয়। 

এ ঘটনার সঙ্গে আরো ৪/৫ অজ্ঞাতনামা আসামি আছে বলে ধারনা করা হচ্ছে। তার কাছ থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আসামিকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ ও শোভনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

একুশে সংবাদ/ ইউআর/এএমটি

সারাবাংলা বিভাগের আরো খবর