সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিমলায় যুবদের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৫ অক্টোবর, ২০২১

নীলফামারীর ডিমলায় সঞ্চয় ব্যবহার,ঋন ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যুবদের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৫ অক্টোবর)পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন। প্রশিক্ষণে পল্লীশ্রী'র কর্মরত এলাকার ১৫টি সিবিও সংগঠনের মোট ২২ জন যুব অংশ গ্রহণ করেন।

এর আগে গত সোমবার প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফাইন্যান্স এন্ড লজিষ্টিক অফিসার রবিউল হাসান,ফিল্ড ফ্যাসিলেটেটর দবিরুল ইসলাম।

প্রশিক্ষণের কারনে সংগঠনের স্থায়ীত্বশীলতা অর্জনে সিবিও-এর কার্যকরী কমিটির সদস্যরা এতে আরো অভিজ্ঞ হলেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সকল সিবিওদের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে পল্লীশ্রী সুত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/ম/আ

সারাবাংলা বিভাগের আরো খবর