সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঝিনাইদহের আদালতের বিস্ফোরণ, নিহত ১

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৩ অক্টোবর, ২০২১

ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়ে ঝিনাইদহ আদালতে মালখানায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি হতাহতদের নাম পরিচয়।

জানা যায়, ঘটনার পর ওই ভবনসহ আশেপাশে এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া আর বিকট শব্দে সেখানে থাকা মানুষ আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। দুর্ঘটনাকবলিত ভবনের ঠিক ওপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ঘটনাস্থলে ডিউটিতে থাকা পুলিশ সদস্য রিয়াজ জানান, ‘অনুপম নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলের পাশে পানি খাচ্ছিলেন। এসময় বিকট শব্দে ভেতরে বিস্ফোরণ হয়। এসময় জানালার কাচ ভেঙে ছুটে এসে অনুপমের মুখে ও বুকে আঘাত লাগে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, চারজন মিস্ত্রি আদালতের মালখানায় কাজ করছিলেন। এসময় ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়। এতে এক শ্রমিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শামিমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। এরপর সেখান থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

ওই ভবনে সকাল থেকে ওয়েল্ডিং এর কাজ চলছিল বলে জানান ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। দুপুর দেড়টার দিকে  একটি মেশিন বিকট শব্দে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চার মিস্ত্রি আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।


একুশে সংবাদ/জা/তাশা

সারাবাংলা বিভাগের আরো খবর