সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিরাপদ সড়ক চাই লৌহজং শাখার উদ্যোগে ত্রাণ ও মাস্ক বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১০ আগস্ট, ২০২১

নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখা উদ্যোগে আজ সকাল ১১ টায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে করোনা মহামারীর মধ্যেও নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল ও মাস্ক) বিতরণ করা হয়। 

চলমান করোনা মহামারীতে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের কারণে পরপর কঠোর লকডাউনে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে অনেক কষ্টের মানবতার জীবনযাপন করছে। এই বিষয়টি বিবেচনা করে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে সারাদেশ ব্যাপী সকল শাখা কমিটিকে নির্দেশনামূল আহ্বান জানিয়ে বলেন, এই করোনা মহামারীতে পরিবহন শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তাদের জন্য আমরা যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে, এই দূর্যোগকালীন সময়ে কিছুটা হলেও কর্মহীন পরিবার গুলোর উপকৃত হবে। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুপ্রেরণায় লৌহজং উপজেলা শাখা কমিটির সভাপতি জনাব কাইয়ুম খানের প্রচেষ্ঠায় আজ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণকালে নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার সভাপতি কাইয়ুম খানের ব্যবস্থাপনায় ‍এবং সাধারণ সম্পাদক ঢালি নিজাম উদ্দীন জুয়েলের সঞ্চালনায় কর্মহীন শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। সেসময় পরিবহন শ্রমিকদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা মুল বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজকরা ও উপস্থিত স্হানীয় নেতৃবৃন্দগণ। সড়কে ট্রাফিক আইন মেনে সর্তকতার সাথে যানবাহন চালানোর পরমর্শ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিক বুলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির শরিফ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মৃধা, প্রচার সম্পাদক বেলাল দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া ইসলামসহ সংগঠনের অনেক সদস্যগন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডল, প্রচার সম্পাদক বাংলাদেশ নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির রিপন শেখসহ নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডল, প্রচার সম্পাদক বাংলাদেশ নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির রিপন শেখসহ নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ


একুশে সংবাদ/বেলাল/প

সারাবাংলা বিভাগের আরো খবর