সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নালিতাবাড়ীতে এক রাতে আট দোকানে চুড়ি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৪ জুলাই, ২০২১

শেরপুরের নালিতাবাড়ীতে এক রাতে সাটারের তালা ভেংগে আট দোকানে চুড়ির ঘটনা ঘটেছে। ১৩ জুলাই সোমবার দিবাগত রাতের কোনএক সময়ে উপজেলার কাউয়াকুড়ি চৌরাস্তা বাজারে এ চুড়ির ঘটনা ঘটে। দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গল বার সকালে স্থানীয় লোকজন হাটাহাটি করার সময় পরপর আট দোকনের তালা ভাংগা অবস্থায় দেখতে পায়। পরে দোকান মালিকদের খবর দিলে দোকান থেকে নগদ টাকা, মোবাইলফোনসহ বেশ কিছু মালামাল খোয় গেছে দেখতে পায়। নগদ টাকা ও মালামালসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সম্পদ নিয়ে যায় বলে চুড়ি যাওয়া দোকান
মালিকরা জানিয়েছেন। চুড়ি যাওয়া দোকন হল ইলিয়াসের ঔষধে দোকান, নূর ইসলাম, আবুসাঈদ, আহাম্মদ আলী, আব্দুল মান্নান, এমরান মিয়ার মূদি মনোহারি দোকান ও ইব্রাহীমের ফর্নিচারের দোকান।

এব্যাপারে ইলিয়াস বাদী হয়ে নালিতাবাড়ী থানা অজ্ঞাত নামা কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন রুপনারায়কুড়া ইউপি চেয়ারম্যন মিজাননুর রহমান বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহামদ বাদল সহ চুড়ি যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছি। প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/আব্দুল/ব 

সারাবাংলা বিভাগের আরো খবর