সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে করোনায় একদিনে মৃত্যু-২ নতুন আক্রান্ত ১১১ জন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৩ পিএম, ২২ জুন, ২০২১

ভারত সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলায় দিন দিন হু হু করে করোনায় আক্রান্ত রোগী বৃদ্ধির সংখ্যার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে।

জয়পুরহাট জেলায় গত রবিবার ৪০৯ টি করোনার নমুনা রিপোর্ট এসেছে তার মধ্যে ১ শত ১১ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি পাওযা গেছে।

সোমবার (২১ জুন) সন্ধ্যার পর জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করে তিনি জানান, জয়পুরহাট জেলায় ৩০ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ শত ৪৯ জনে। এদিকে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান,জেলায় নতুন ১ শত ১১ জন করোনায় আক্রান্ত মধ্যে জয়পুরহাট পৌর ও সদর উপজেলায় ৭৯ জন, পাঁচবিবি উপজেলায় ৯ জন, আক্কেলপুর উপজেলায় ৮ জন, কালাই উপজেলায় ২ জন ও ক্ষেতলাল উপজেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ শত ১১ জন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে।

নতুন করে একদিনে আরও ২ জনের মৃত্যু সহ সর্বমোট ২৩ জনের মৃত্যুর সংখ্যায় দাঁঁড়ালো।

 

একুশে সংবাদ/নিরেন দাস

সারাবাংলা বিভাগের আরো খবর