সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ মার্চ, ২০২১

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শুক্রবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।

দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড শামছুল আলম দুদু-এমপি,জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


একুশে সংবাদ / নি.দ / এস
 

সারাবাংলা বিভাগের আরো খবর