সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়ার মাদক মামলার আলামত ধ্বংস

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এর তত্ত্বাবধানে বিভিন্ন থানার মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার  বিকাল ৪.৪৫ মিনিটে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আধুনিক চুল্লিতে অগ্নিসংযোগ করে ও বোল্ডেজার দিয়ে এই মাদক ধ্বংস করা হয়। 

এতে মাদকের পরিমাণ গাজা ৩১৪ কেজি ৫৬০গ্রাম যাহার মূল্য ৩১ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা, ফেনসিডিল ৯৫০ বোতল যাহার মূল্য ৬ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা, ইয়াবা ২৭২৫ পিছ যাহার মূল্য ৮ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা, স্কপ সিরাপ ১০৯৯ বোতল যাহার মূল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা, চোলাই মদ ১৯ লিটার ২০০ এমএল যাহার মূল্য ১১ হাজার ৫২০ টাকা, বিদেশি মদ ৩৭ বোতল যাহার মূল্য ১৮ হাজার ৫০০ টাকা। ধ্বংসকৃত আলামতের সর্বমোট মূল্য ৫৪ লক্ষ ১২ হাজার ৫২০ টাকা। 

এই মাদক আলামত ধ্বংসের সময় উপস্থিত ছিলেন আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা বেগম ও কমিটির সদস্য সচিব  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকী আল ফারাবী, ও কোট ইন্সপেক্টর দিদারুল আলম মালখানার দায়িত্বে থাকা মালখানা অফিসার এবং কোট পুলিশ সদস্যরা ও গণমাধ্যম কর্মীরা।


একুশে সংবাদ/ এনা. খা /এস

সারাবাংলা বিভাগের আরো খবর