সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবননগরে ৫টি ইটভাটায় জরিমানা 

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২ মার্চ, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে ৫ টি ইটভাটায় জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১ট থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে জীবননগর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়। 

এ সময়  বিএসটিআইয়ের নির্ধারিত স্ট্যান্ডার্ড পরিমাপ অনুযায়ী ইট তৈরি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় মেসার্স বিশ্বাস ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স মাসুম ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স অনিক ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স এন বি এম ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স আওয়াল ব্রিকসকে ৩০ হাজার টাকাসহ মোট ৫টি ইট ভাটাকে সতর্কতামুলক মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
 এ সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। 

নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

একুশেসংবাদ/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর