সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধুনটে জাতীয় ভোটার দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২ মার্চ, ২০২১

‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আনিছুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর রাশেদুল আলম প্রমুখ। 

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়।

একুশে সংবাদ/ ই.ইম /এস

সারাবাংলা বিভাগের আরো খবর