সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিহত পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১ মার্চ, ২০২১

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত পুলিশ সদস্যদের। 

পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা প্রয়াত পুলিশের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহন করেন।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)এর সভাপতিত্বে আলোচনা সভায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার তুলে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিআইডি বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন ও ট্রেনিং ইন-সার্ভিসের পুলিশ সুপার বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আব্দুর রশিদ (অপরাধ), রফিকুল আলম (ইন-সার্ভিস), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল) প্রমুখ।


একুশে সংবাদ/ নূ.ন /এস

সারাবাংলা বিভাগের আরো খবর