সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীতে বেসরকারী ভাবে নির্বাচিত নৌকা প্রতীক

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১ মার্চ, ২০২১

নরসিংদী পৌরসভার স্থগিত চার কেন্দ্রের ফলাফলের প্রেক্ষিতে নৌকা প্রতিক নিয়ে ২১৭৬৮ ভোট পেয়ে আমজাদ হোসেন বাচ্চু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী (আ,লীগের বিদ্রোহী) এস এম কাইয়ুম পেয়েছেন ১৯৫৬৪ ভোট।

জেলা রিটারিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রয়ারী কেন্দ্র দখল, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অবৈধভাবে জাল ভোট মারার কারণে নরসিংদী পৌরসভার ৪টি ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ। স্থগিতকৃত কেন্দ্রগুলো হচ্ছে, বৌয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বিদ্যা সুন্দুরি), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (পুরাতন কলোনী, ব্রাহ্মনপাড়া), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি) ও ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি)। আজকের নির্বাচনে ৪টি কেন্দ্রের ফলাফলের প্রেক্ষিতে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন বাচ্চু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

একুশেসংবাদ/রুদ্র/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর